মুক্তি পেল ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-এর দ্বিতীয় ট্রেলার

সম্প্রতি মুক্তি পেল দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবির দ্বিতীয় ট্রেলার। এই ছবির হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। পুরো ট্রেলার জুড়ে দেখা গিয়েছে, পিঙ্কি অর্থাৎ অর্জুন সন্দীপকে অর্থাৎ পরিণীতিকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু, শেষের দিকে সন্দীপকে গলা টিপে মারার চেষ্টা করছে। আর এখানেই ট্যুইস্ট। সন্দীপের প্রশ্ন- ‘হাম কাঁহা যা রহে হ্যায়’? অ্যান্টি টেরর স্কোয়াড কপ পিঙ্কির উত্তর, ‘যাঁহা দুসরে গলত কাম করনে যাতে হ্যায়..’। এই কথোপকথন যেন সিনেমার মূল স্রোতকে চিনিয়ে দেয়। বাড়ি থেকে পালিয়ে নেপাল সীমান্তে থাকতে শুরু করে দু’জনে। এরপর নানা ঘটনায় মোড় নেয় গল্প। চিত্রনাট্য লিখেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায় ও বরুণ গ্রোভার। ছবিতে সুর দিয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, অনু মালিক ও নরেন্দ্র চন্দ্র। এক্ষেত্রে প্রয়োজনার দায়িত্বে রয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায় ও আদিত্য চোপড়া। ছবিতে পরিণীতি, অর্জুন ছাড়াও জয়দীপ আহলওয়াত, নীনা গুপ্তা ও রঘুবীর যাদবকে দেখা যাবে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ১৯ মার্চ মুক্তি পাবে সন্দীপ অউর পিঙ্কি ফারার।

Sandeep Aur Pinky Faraar | Trailer 2 | Arjun Kapoor, Parineeti Chopra | Dibakar Banerjee | 19 March

#SandeepAurPinkyFaraar trailer #2 is here! #DibakarBanerjee brings to the big screen the thrilling tale of these two characters. In Cinemas near you on 19th March, 2021. Parineeti Chopra | YRF – Yash Raj Films | Neena Gupta | Jaideep Ahlawat | #RaghubirYadav | Sandeep Aur Pinky Faraar

Posted by Arjun Kapoor on Monday, 8 March 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *