মুক্তির চার দিন পরেই বিতর্কে জড়াল ওয়েব সিরিজ ‘বম্বে বেগমস’। নারীদিবসেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই সিরিজ। শিশু অধিকার রক্ষা সংক্রান্ত জাতীয় কমিশন (এনসিপিসিআর) নোটিস জারি করে ওয়েবসিরিজটির সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে। তাঁদের অভিযোগ, ওয়েবসিরিজটিতে অপ্রাপ্তবয়স্কদের যৌনতা এবং মাদকসেবনের মতো ঘটনাকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যা শিশুমনকে দূষিত করে দিতে পারে। বৃহস্পতিবার জারি হওয়া ওই নোটিসে এনসিপিসিআরের তরফে আরও দাবি করা হয়, ছবিতে প্রদর্শিত ওই সব দৃশ্য শিশুদের মনে যে শুধু কুপ্রভাব ফেলতে পারে তা নয়, একই সঙ্গে শিশুদের নির্যাতন ও শোষণের কারণ হতে পারে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে স্ট্রিমিং বন্ধ করা না হলে নেটফ্লিক্সের বিরুদ্ধে ২০০৫ সালের সিপিসিআর (শিশু অধিকার সংরক্ষণ কমিশন)-এর ১৪ নম্বর ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। যদিও এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত ওয়েবসিরিজ়টির নির্মাতা বা নেটফ্লিকসের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।