কোভিড আক্রান্ত হয়ে রণবীর কাপুর যখন ঘরবন্দি, সেই সময় তাঁকে যেন চোখে হারাচ্ছেন আলিয়া ভাট। রণবীরকে দেখতে না পেয়ে, তাঁকে স্পর্শ করতে না পেরে যেন বিমর্ষ আলিয়া। রণবীরকে ছাড়া যে তাঁর ভাল লাগছে না, তা স্পষ্ট করে দেন আলিয়া। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে ‘মেজর মিসিং’ বলে ক্যাপসন যোগ করতে দেখা যায় আলিয়াকে। যা দেখে মন খারাপ রণবীর, আলিয়ার অনুরাগীদের।
https://www.instagram.com/p/CMTvv5Es0zP/?utm_source=ig_embed