এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে চলেছেন অঙ্কুশ হাজরা। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা। সূত্রের খবর, অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন সোহিনী সরকার। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘সিনেমাওয়ালা’-তে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে ছবির নাম ‘কাবাডি কাবাডি’। তবে ছবির বিষয় কী তা এখনও জানা যায়নি। ছবির প্রি-প্রোডাকশনের কাজ খুব ধীর গতিতে এগোচ্ছে।