এবার নতুন ভূমিকায় অরিজিৎ সিং। নেটফ্লিক্স-এর ছবি ‘প্যাগ্লেইট’-এ এই প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন উমেশ বিস্ত। প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করতে পেরে খুশি অরিজিৎ। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি এমন একটা ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে ডেবিউ করছি যে ছবি আমার খুব কাছের। এই গোটা পৃথিবীকে গান শোনাতে পারি বলে আমি খুবই সম্মানিত বোধ করি। এই ছবিটি একটি মেয়ের আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার গল্প। এমন একটি ছবির অংশ হতে পেরে খুবই গর্ব বোধ করছি।” ‘প্যাগ্লেইট’ একটি বিধবা মেয়ের গল্প। মেয়েটির নাম সন্ধ্যা। একটি যৌথ পরিবারে সন্ধ্যা থাকে। তাঁর স্বামী মারা যাওয়ার পর সমাজে এবং পরিবারে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে নিজেকে হারিয়ে ফেলে মেয়েটি। তাঁর আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প এই ‘প্যাগ্লেইট’। সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন সন্যা মালহোত্রা। ছবিতে সন্যা ছাড়াও অভিনয় করছেন সায়নী গুপ্তা, আশুতোষ রানা, রঘুবীর যাদব এবং আরও অনেকে।