সদ্যই চোখ অপারেশনের পর কাজে ফিরেছেন অমিতাভ বচ্চন। গত সপ্তাহে চোখের অপারেশন হয়েছিল তাঁর। প্রায় এক সপ্তাহ পর ফের কাজে ফিরলেন তিনি। এখন তিনি সুস্থ। কাজের ফাঁকে গান শুনছেন তিনি। সঙ্গীতে মজেছেন বিগ বি। নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন অমিতাভ। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মাইক্রোফোনের সামনে তিনি বসে আছেন। কোনও কিছু রেকর্ডিং করছেন। বোঝাই যাচ্ছে কাজে ফিরেছেন বিগ বি। তিনি নিজের ইনস্টাতে লিখেছেন, “যদি সঙ্গীতই ভালবাসার খিদে হয়, আরও গান চলুক…আরও বেশি করে চলুক।” তাঁর নাতনি নব্যা নন্দা শুভেচ্ছা জানিয়ে ‘দাদু’ অমিতাভ বচ্চনের পোস্টে গিয়ে লিখেছেন ‘আমি তোমাকে ভালবাসি’।
https://www.instagram.com/p/CMSkVyMBE54/?utm_source=ig_embed