আজ থেকে পরিচালক বেহজাদ খামবাটার নতুন থ্রিলার ‘আ থার্স ডে’-র শুটিং শুরু করলেন ইয়ামি গৌতম। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। ‘আ থার্স ডে’-তে ইয়ামি গৌতম একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন। তিনি যথেষ্ট বুদ্ধিমতী। তাঁর চরিত্রের নাম নয়না জয়সওয়াল। তবে চরিত্রিটি মোটেই সাদামাটা নয়। এক ধূসর চরিত্রে অভনয় করছেন তিনি। এই প্রথম ইয়ামিকে গ্রে-চরিত্রে দেখা যাবে। ছবিতে ইয়ামি ছাড়াও অভিনয় করছেন নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি এবং আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে রনি স্ক্রুওয়ালা এবং ব্লু মাঙ্কি ফিল্মস। শুটিং শুরুর কথা প্রযোজনা সংস্থাই সকালে টুইট করে জানায়।