দেখতে দেখতে ছয় মাস বয়স হয়ে গেল পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভানের। বাড়িতেই কেক কেটে ছেলের জন্মদিন সেলিব্রেট করলেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, টেবিলের উপরে রাখা কেক। ইউভানকেও বসিয়ে দেওয়া হয়েছে টেবিলের উপরেই। তাকে ধরে রয়েছেন শুভশ্রী। নীল রঙা কেক। কেকের উপর বিভিন্ন পশুর সাজ। কিন্তু কেকটা অর্ধেক। কারণ কেকটা যার জন্য, সেই ইউভান এক বছর হওয়ার পথে অর্ধেক পথ এগিয়ে গিয়েছে। দিন কয়েক আগেই রাজের হালিশহরের বাড়িতে ইউভানের অন্নপ্রাশনের আয়োজন হয়েছিল। সেখানকার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে ভিডিয়ো আকারে শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে তিনি বলছেন, “ইউভান এখন আমার জীবন। আমার আর রাজের জীবন। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম, সব সময় ওকে ফিল করতাম। আমরা একসঙ্গে নিঃশ্বাস নিতাম।” ছেলের উদ্দেশ্যে তিনি বলেন, “তুমি অনেক বড় হও। আর নিজের সঙ্গে সঙ্গে বাকিদেরও ভাল রেখো।” অন্যদিকে সেই ভিডিয়ো নিজের খুশি ভাগ করে নিয়েছেন রাজও। তিনি বলেছেন, “এই যে বাবা হয়েছি, এটা একটা অদ্ভুত ফিলিং। এর থেকে বেশি আর কিছু চাই না।” ইউভানের উদ্দেশ্যে তাঁর বার্তা, “তোমার সব কাজে আমাদের সাপোর্ট থাকবে।”
https://www.instagram.com/p/CMWYa7NAng4/?utm_source=ig_web_copy_link