জন্মদিনে বড় চমক দিলেন যিশু

আজ যিশু সেনগুপ্তের জন্মদিন। ৪৪-এ পা দিলেন তিনি। তাঁর সিনেমা-জীবনের বয়স ২২ বছর। জন্মদিনের দিনে বড় চমক দিলেন অভিনেতা। যিশু-র জীবনের এই চলার পথে রয়েছে বহু ওঠা-পড়া, বহু অভিজ্ঞতা। জীবনের সেই অচেনা-অজানা গল্পগুলোকে সবার সঙ্গে ভাগ করে নিতে এবার কলম ধরলেন যিশু সেনগুপ্ত। তিনি আত্মজীবনী লিখছেন। সেই আত্মজীবনী খুব শীঘ্রই বই আকারে প্রকাশ পাবে। প্রকাশনার দায়িত্বে দে’জ পাবলিশিং। যিশুর জন্মদিনে তাঁর আত্মজীবনীর প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল দে’জ পাবলিশিং। যিশুর আত্মজীবনীর নাম ”আবহমান:জার্নি সো ফার”। প্রচ্ছদটি পোস্ট করে প্রকাশনা সংস্থা লেখে, ‘ক্রিকেটে সাবজুনিয়র বেঙ্গল টিমে খেলা অলরাউন্ডার যীশু হঠাৎ কেনই বা কেরিয়ার পাল্টে চলে এলেন অভিনয়ে? খুব অল্পবয়সেই জনপ্রিয় টিভি-স্টার, অথচ তারপরও দীর্ঘদিন তিনি প্রায় অচ্ছুৎ ছিলেন পরিচালকদের কাছে। কেন? এমনকি খ্যাতির পরেও, কীভাবে তাঁকে সইতে হয়েছে অপমান? এইসব নিয়ে অকপটে মুখ খুলতে চলেছেন যীশু নিজে। দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত হবে সেই আত্মকথা – ”আবহমান”।’ ”আবহমান” যিশু সেনগুপ্তের একটি ছবির নাম। এই ছবির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ, যাঁকে যিশু মেন্টর মানেন। যিশু বলেন, ‘লকডাউনের সময়ই আত্মজীবনী লেখার প্ল্যানটা করি। মনে হল, আমার জীবনের অনেক গল্প এবার মানুষকে শোনানো দরকার। একজন অভিনেতার জীবনে অনেক চড়াই-উতরাই থাকে, তার ভাল-মন্দটা সবার জানা দরকার। আমার সিনেমা-জীবনের অনেক অজানা গল্প আমি খোলাখুলিভাবে লিখব। আশা করি, মানুষের পড়তে ভাল লাগবে।’

আজ ১৫ মার্চ। অভিনেতা যীশু সেনগুপ্তের জন্মদিন। আমাদের তরফ থেকে তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সাম্প্রতিক…

Posted by Dey's publishing on Monday, 15 March 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *