বাবার মৃত্যুদিনে আবেগঘন ঐশ্বর্যা রাই বচ্চন। বাড়িতেই ছোট পুজোর আয়োজন করলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যাও। ২০১৭-র ১৮ মার্চ মারা যান ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে তাঁর। কিন্তু ক্যানসারকে হারাতে পারেননি তিনি। যদিও ঐশ্বর্যা ওই দুঃসময়ে পাশে ছিলেন বচ্চন পরিবার। স্ত্রীর সঙ্গে রাতের পর রাত হাসপাতালে কাটিয়েছেন অভিষেকও। মালায় ঢাকা বাবার ছবি শেয়ার করে ঐশ্বর্যা লেখেন, “সারা জীবনের জন্য এ ভাবেই ভালবাসি তোমায়। তুমি এবং আমরা… সারা জীবনের জন্য এমনকি তার পরেও।” ঐশ্বর্যা পোস্ট করা দু’টি ছবির আর একটিতে দেখা যাচ্ছে, মা এবং মেয়ের সঙ্গে বাবার ছবির সামনে বসে রয়েছেন তিনি। ঐশ্বর্যাকে সমবেদনা জানিয়েছেন তাঁর ভক্তরাও। কেউ কেউ শেয়ার করেছেন নিজেদের জীবনেও বাবাকে হারানোর নিদারুণ যন্ত্রণার কথা।
https://www.instagram.com/p/CMkN3ONJhLu/?utm_source=ig_web_copy_link