গোটা একটা গান বেঁধে ফেললেন অনুপম খের। তাও আবার শুধুমাত্র ন্যাড়াদের জন্য! ৪০ বছর আগে মুম্বইয়ে স্ট্রাগল পিরিয়ডের সময় এই গান লেখেন অনুপম। অনুপম তাঁর টুইটারে হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে, হিন্দিতে লেখেন, ‘বিশ্বের সমস্ত ন্যাড়া মানুষদের উৎসর্গ করে এ গান। ৪০ বছর আগে যখন ফিল্মে আমি আমার লাক ট্রাই করতে আসি, চুল পড়ে যাচ্ছিল, বিচ্ছির অবস্থা। লোকজন বলতে শুরু করল এটাই আমার ভাগ্য, আর আমি বললাম এটাই আমার বিশেষত্ব। তাই আমি নিজেকে এবং বিশ্বকে হাসাতে ন্যাড়া লোকদের নিয়ে এ গান লিখেছিলাম।’ ভিডিয়োর শুরুতে দেখা যায় অনুপম তাঁর বাড়িতে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে সাজানো থাক-থাক বই। অনুপম বলেন, তাঁর ফ্যানেরা যেন এটা ভাবেন যে অনুপমের পিছনে দাঁড়িয়ে রয়েছেন নেড়া মানুষষ এবং তাঁরা সমবেত সঙ্গীতে যোগ দিয়েছেন। দেশাত্মবোধক গান—‘অ্যায় মেরে পেয়ারে ওয়াতন’-এর সুরে রচিত অনুপমের লেখা গান।গানের শুরুটা হয়, ‘অ্যায় মেরে বিছরে বাঁলো, ফির সে উগ আও সালো…।’