আগামী রবিবার রানি মুখোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছর পরিবার এবং প্রিয়জনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেন রানি। তবে এবার একটু অন্যরকম ভাবে দিনটি সেলিব্রেট করবেন তিনি। জন্মদিনে সরাসরি অনুরাগীদের সঙ্গে কথা বলবেন রানি। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকেন না তিনি। কিন্তু এ বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করবেন রানি। রানি জানিয়েছেন, অনুরাগীদের ভালবাসা ছাড়া এত বছর ধরে কেরিয়ারে সাফল্য ধরে রাখা তাঁর পক্ষে সম্ভব হত না। সে কারণেই পরিবারকে সময় দেওয়ার আগে, তাঁদের সঙ্গে সেলিব্রেট করার আগে তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলতে চান। এটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন। তাঁর কথায়, “অনুরাগীদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। এ ভাবে আমার মতো করে চেষ্টা করব এ বার।”