আজ রানি মুখার্জির জন্মদিন। ৪৩-এ পা দিলেন অভিনেত্রী। জন্মদিনের পাশাপাশি আজকের দিনটি রানির কাছে আরও একটি কারণে স্পেশাল। বঙ্গ তনায় ২৫ বছর আগে এই বাণিজ্যনগরীতে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তাই শুধু জন্মদিন নয়, বলিউডে পা রাখার রজত জয়ন্তীও পালন করছেন অভিনেত্রী। এই বিশেষ দিনে অনুরাগীদের বড় খবর দিলেন রানি। তাঁর অভিনীত পরের ছবির ঘোষণা করলেন তিনি। নতুন ছবির কথা বলতে গিয়ে, রানি উল্লেখ বলেছেন, নতুন ছবি ঘোষণা করে জন্মদিন উদযাপন করা এবং ইন্ডাস্ট্রিতে ২৫ বছর চিহ্নিত করার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। তিনি বলেন, ‘সিনেমায় আমার ২৫ বছর। আমি সম্ভবত আমার কেরিয়ারের একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম রাজা কি আয়েগি বারাত ছবিতে। যেটি ছিল নারীকেন্দ্রিক চলচ্চিত্র এবং কাকতালীয়ভাবে আমার ২৫ তম বছরে, এমন একটি চলচ্চিত্রের ঘোষণা করছি যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং প্রতি ক্ষেত্রে জুঝতে থাকা একজন মহিলাকে কেন্দ্র করে নির্মিত ছবি।’ ছবির নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এই থ্রিলার ড্রামাতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রযোজক মনিশা আদবানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আদবানি এবং জি স্টুডিওজের যৌথ প্রযোজনায় এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন অশীমা চিব্বার। একটি সত্য ঘটনা অবলম্বনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র গল্প বোনা হয়েছে। ভারতীয় দম্পতির এক সন্তানকে নিয়ে এগোবে ছবিটি। ২০১১ সালের ঘটনা। গোটা দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াইয়ের অব্যক্ত গল্প নিয়ে তৈরি হতে চলেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ছবিটির বিষয়ে রানি বলেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র সত্যিকারের মানবিক দৃঢ়তার গল্প এবং এটি এমন এক ফিল্ম যা সমস্ত মায়েদের জন্য উৎসর্গ। আমার পড়া অন্যতম অনবদ্য স্ক্রিপ্ট, সময় নিয়ে পড়েছি, এবং ঠিক করে ফেলি যে ছবিটা করব।’ আর কিছুদিনের মধ্যেই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ শুটিং শুরু হতে চলেছে।