ব্যাস্ত শিডিউল থেকে সময় বেড় করে বেড়াতে গেলেন রচনা ব্যানার্জী। ঘুরতে যেতে বরাবরই খুব ভালোবাসেন তিনি। ছুটি পেলেই দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় পাড়ি দেন পর্দার ‘দিদি নং ১’। তবে এবারের স্বল্প ছুটিতে তিনি দূরে কোথাও না গিয়ে বেছে নিয়েছেন শান্তিনিকেতনকে। বন্ধুদের সঙ্গী করে শান্তিনিকেতন বেড়াতে গেলেন রচনা। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন তিনি। ছবি শেয়ার করে রচনা লিখেছেন, ‘যখন আপনি প্রকৃতির সঙ্গে থাকবেন, সেটাই সেরা মুহূর্ত।’
https://www.instagram.com/p/CMs8h44hjP4/?utm_source=ig_web_copy_link