নতুন ধারার গল্প ‘বাবা বেবি ও’ নিয়ে বড় পর্দায় আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ। এর আগে উইন্ডোজ প্রোডাকশন-এর তরফে গত ২৫ ডিসেম্বর ‘বাবা বেবি ও’র মোশন পোস্টার প্রকাশ করা হয়। যেখানে যিশু সেনগুপ্তকে প্যারামবুলেটরে দুটি শিশুকে বসিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল। তখন অবশ্য বাবা ও বেবিদের সঙ্গে ‘ও’টি কে তা লুকিয়েই রাখা হয়েছিল। এবার সেই ‘ও’-এর কথা জানা গেল। ‘বাবা বেবি ও’-তে মুখ্য ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত আর সোলাঙ্কি রায়। অর্থাৎ ‘ও’-টি হলেন সোলাঙ্কি। এই ছবির পরিচালক হলেন অরিত্র মুখোপাধ্যায়। ছবিতে যিশু হবেন ‘সিঙ্গল ফাদার’। দুই সন্তানকে বড় করে তুলবেন তিনি। সিনেমার পর্দায় যিশুকে এবার দেখা যাবে ‘সিঙ্গল ফাদার’-এর ভূমিকায়। তাঁর সঙ্গী হয়েছেন সোলাঙ্কি। যদিও সোলাঙ্কি বাচ্চাদের একেবারেই ভালবাসেন না। তবে শেষমেশ এই দায়িত্ব তাঁরই কাঁধে চেপে বসে। ছবিতে যিশুর চরিত্রের নাম মেঘ। ৪০ বছরের ব্যক্তি মেঘ বিয়ে করবেন না বলেই ঠিক করেন। তবে বাবা হতে চেয়েছিলেন। আর তাই সারোগেসির মাধ্যমে যিনি দুই জমজ সন্তানের বাবা হন। পরবর্তীকালে মেঘ একটি মেয়ের প্রেমে পড়েন। মেয়েটির নাম বৃষ্টি। এই বৃষ্টির ভূমিকায় দেখা যাবে সোলাঙ্কিকে। বৃষ্টি মেঘকে পছন্দ করলেও তাঁকে বিবাহিত ভাবেন। তার উপর বৃষ্টি বাচ্চা পছন্দ করেন না। আর তা নিয়েই কমেডির মোড়কে ‘বাবা বেবি ও’ ছবিটি গড়ে উঠেছে। এটি একটি রোম্যান্টির ছবি। এর আগে ছোট পর্দায় এবং ওয়েব সিরিজে কাজ করেছেন সোলাঙ্কি। এই প্রথমবার কোনও ছবিতে কাজ করছেন তিনি। ‘সিঙ্গল মম’-এর ধারনা আমাদের সমাজে অনেকদিন ধরেই বিরাজ করছে। কিন্তু ‘সিঙ্গল ফাদার’ এখনও বেশ বিরলই বলা যায়। অরিত্র জানান তিনি ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন। তাঁর কথায়, ”এই মুহূর্তে জোকায় শ্যুট হচ্ছে। বাকি শ্যুটিংও কলকাতাতেই হবে, বাইরে নয়।” ‘বাবা বেবি ও’ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপের দায়িত্বে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। যিশু এবং সোলাঙ্কির এই নতুন জুটি অনুরাগীদের মন কতোটা জয় করতে পারে সেটাই এখন দেখার।