প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত একনও বহাল। তারই মধ্যে চলেছে একে অপরকে দোষারোপ করার পালা। প্রয়াত অভিনেতার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এক দফা অভিযোগ এনেছিল। রিয়াও ছেড়ে কথা বলেননি। তিনিও সুশান্ত সিংয়ের দুই বোনের বিরুদ্ধে অভিযোগ আনেন। প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিং। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের দুই বোন। এই দুই বোনের বিরুদ্ধে জোরালো অভিযোগ এনেছিলেন রিয়া। সুপ্রিম কোর্ট মিতু সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করলেও প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করছে না। সুশান্ত সিং মামলায় বেকায়দায় পড়লেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং। তাঁর বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুশান্তের দিদি, প্রিয়াঙ্কা। শুক্রবার সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর করা এফ আই আর-টি বজায় রাখল শীর্ষ আদালত। রিয়া অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা দিনের পর দিন তাঁর ভাইকে ‘ভুয়ো’ প্রেসক্রিপশনের ওষুধ খাইয়ে গিয়েছেন। যেখানে নেক্সিটো (৫ মিলিগ্রাম), লিব্রিয়াম (১০ মিলিগ্রাম) এবং লোনাজেপ (০.৫ মিলিগ্রাম) সেবনের পরামর্শ দেওয়া হয়েছিল। প্রত্যেকটি সাইকোট্রপিক ড্রাগ সমন্বিত ওষুধ এবং এনডিপিএস আইন, ১৯৮৫-এর আওতাধীন। এই অভিযোগ খারিজ করে দিচ্ছে না সুপ্রিম কোর্ট। এই অভিযোগের তদন্তের ভার নিচ্ছে সিবিআই। যেহেতু প্রথম থেকেই সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল সুশান্ত-কেসের সমস্ত এফ আই আর তদন্ত করবে সিবিআই, তাই এক্ষেত্রেও অন্যথা হবে না। শুক্রবার ভারতের প্রধান বিচারপতি এসএ ববদে, বিচারপতি এএস বোপান্না এবং ভি রামাসুব্রামানিয়ানের একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রিয়াঙ্কা সিং বম্বে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আপিল করেছিলেন। প্রিয়াঙ্কার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং এদিন বলেন, সুশান্ত সিং রাজপুতকে ডাক্তার কর্তৃক কোনও অবৈধ ওষুধ দেওয়া হয়নি। তবে আদালত এই আবেদনটি খারিজ করে জানিয়েছে, বিষয়টি এখনও শুনানির দিকে যাচ্ছে না।