মার্কিন মুলুকে বসেই হোলি সেলিব্রেট করলেন প্রয়াঙ্কা চোপড়া। শ্বশুর-শাশুড়ি এবং নিক জোনাসের সঙ্গে হোলি খেললেন প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস পরিবারের সঙ্গে এক রঙিন ছবি তোলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে রয়েছেন, নিকের বাবা পল কেভিন জোনাস সিনিয়র এবং মা ডেনিস মিল্লার জোনাস। ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও। প্রত্যেকের পরনে সাদা পোশাক। আবিরের রঙ মিশে গিয়েছে সাদা পোশাকে। প্রিয়াঙ্কার ডান হাতে রয়েছে পিচকারি। নিজের ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘হোলি রঙের উৎসব এবং আমার পছন্দেরও’। এখানেই থামেননি ‘দেসি গার্ল’, তিনি আরও লেখেন, ‘আশা করি আমরা আমাদের প্রিয়জনের সঙ্গে এটি উদযাপন করতে পারব, কিন্তু আমাদের বাড়িতেই। হ্যাপি হোলি সব্বাইকে।’ একই ছবি শেয়ার করেছেন নিক, ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি হোলি, আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের।’
https://www.instagram.com/p/CM-XYmCjVBn/?utm_source=ig_web_copy_link