একটি পুরনো অথচ সুন্দর ছবি পোস্ট করে এ বছরের হোলির শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন। করোনাকালে সকল ফ্যানেদের নিরাপদ থাকার বার্তা দিতেই এই ছবি বেছে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী ঐশ্বর্যর কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে অভিষেক, পাশেই বসে ছোট্ট মেয়ে আরাধ্যা। করোনাকালের আগের কোনও একটি হোলিতে দারুণ ভাবে রং খেলেছেন জুনিয়র বচ্চন দম্পতি ও আরাধ্যা। এই ছবিটি পোস্ট করে অভিষেক ক্যাপশনে লিখেছেন, ‘অনেক বেশি সহজ ও নিরাপদ সময়ের থ্রোব্যাক ছবি। হ্যাপি হোলি সকলকে। সবচেয়ে সুন্দর এই অনুষ্ঠান পালন করুন অনেক বেশি সতর্ক হয়ে নিজের বাড়িতে। কোভিড ১৯-এর সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। আমরা নিয়ম মেনে চলছি। বাড়িতে থাকুন, গুজিয়া খান, বড়দের আশীর্বাদ নিন এবং পরিবারকে দেখে রাখুন।’ সঙ্গে হ্যাশট্যাগে রেখেছেন ‘মাইগার্লস’ শব্দটি। ট্যুইটারে অবশ্য আরও ছোট বার্তা দিয়েছেন অভিষেক। সোজাসাপটা শুধু লিখেছেন, ‘সবাইকে নিরাপদ হোলির শুভেচ্ছা জানাই’।
https://www.instagram.com/p/CM_gjsALkka/?utm_source=ig_embed