জন্মদিনে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে দেবচন্দ্রিমা

জন্মদিন সেলিব্রেট করতে মালদ্বীপ পাড়ি দিয়েছেন টলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে তিনি একা যাননি। অভিনেত্রীর ২২ বছরের জন্মদিন পালন করতে তাঁর সঙ্গে আছেন প্রেমিক সায়ন্ত মোদক। সায়ন্তও পেশায় অভিনেতা এবং ট্রাভেল ব্লগার। সায়ন্ত-দেবচন্দ্রিমার সম্পর্কের খবর টেলি পাড়ায় অনেকেই জানেন। নিজেদের সম্পর্ক কখনও লুকিয়ে রাখেননি তাঁরা। কাজের সূত্রেই তাঁদের আলাপ, বন্ধুত্ব। সেখান থেকেই প্রেমের দিকে গড়ায় সেই সম্পর্ক। কালারস বাংলা-র ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। প্রায় তিন বছর হয়ে গেল তাঁদের সম্পর্কের। তবে বিয়ে কবে করছেন, সে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। আপাতত দেবচন্দ্রিমা ছুটির মুডে। মালদ্বীপে অবসর এনজয় করছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝের বাতি’-তে দেবচন্দ্রিমা হয়ে উঠেছেন ‘চারু’। বাংলা টেলিভিশনের দর্শক প্রতিদিন ‘চারু’কে একেবারে ভিন্ন লুকে দেখতে অভ্যস্ত। কিন্তু বাস্তবে তিনি একেবারেই আলাদা। চরিত্রের প্রয়োজনে তাঁকে যে লুক, মেকআপ বা গেটআপে আপনি দেখেন, রিয়েল লাইফে দেবচন্দ্রিমা সম্পূর্ণ ভিন্ন। দেবচন্দ্রিমা সিংহ রায়ের মালদ্বীপের ছবি দেখলে চিনতেই পারবেন না। মালদ্বীপ ভ্রমণের কিছু ছবি উঠে এসেছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। বয়ফ্রেন্ড সায়ন্ত মোদকের সঙ্গে একাধিক ছবিতে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে পর্দার ‘চারু’কে। পিছনে অনন্ত সমুদ্র। তার সামনে তৈরি হল রোম্যান্টিক মুহূর্ত। দেবচন্দ্রিমাকে কোলে তুলে নিলে প্রেমিক সায়ন্ত। নিজেদের রোম্যান্টিক ছবি শেয়ার করে ক্যাপশনে দেবচন্দ্রিমা লিখেছেন, ‘আমি এবং তুমি। আমরা গোটা পৃথিবীর হিংসের কারণ হতে পারি।’ 

Live The Moment♥️ Sayanta Modak

Posted by Debchandrima Singha Roy on Friday, 26 March 2021

https://www.instagram.com/tv/CM7e4mYBvPT/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CM9Ok_yBbIK/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CM99fw9hTVc/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CM-lAz4hcUi/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CM_PaohHKyW/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *