বর্তমানে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন জাহ্নবী কাপুর। তাঁর সঙ্গে আছেন দুই বোন, খুশি এবং অনশূলা। দেশে ফিরেই নতুন ছবির জন্য প্রস্তুতি নেবেন জাহ্নবী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালায়ালাম ছবি ‘হেলেন’-এর রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। শোনা যাচ্ছে এই ছবিতে জাহ্নবীর বিপরাতে অভিনয় করবেন রাজকুমার রাও। ‘হেলেন’ বক্স অফিসে খুবই সাড়া ফেলেছিল। অরিজিনাল ‘হেলেন’-এর পরিচালক ছিলেন মথুকুট্টি জেভিয়ার। তবে হিন্দি রিমেক কে পরিচালনা করবেন তা জানাননি প্রযোজক। এই ছবিতে অভিনয় করা মুখের কথা নয়। শুধু অভিনয় নয়, শারীরিকভাবেও আলাদা করে প্রস্তুতি নিতে হবে। ছবির ‘হেলেন’ একজন সাদাসিদে মধ্যবিত্ত কর্মরতা মহিলা। তিনি একদিন সুপার মার্কেটের ফ্রিজারে আটকে পড়েন। জিরো ডিগ্রি তাপমাত্রার নীচে ফ্রিজারে আটকে পড়ে কীভাবে বেঁচে থাকার লড়াই চালালেন মেয়েটি,সেই নিয়েই ছবি ‘হেলেন’। এই ছবি আদ্যন্ত একটি ‘সারভাইভাল ড্রামা’। জিরো ডিগ্রি তাপমাত্রার নীচে ঘন্টার পর ঘন্টা ফ্রিজারে আটকা পড়ার অভিব্যক্তি ফুটিয়ে তোলা মোটেই সহজ কথা নয়। শুধু অভিব্যক্তি নয়, চেহারাতেও আনতে হবে অনেক পরিবর্তন। ‘হেলেন’-এর প্রযোজক জাহ্নবীর বাবা বনি কাপুর। জাহ্নবী হেলেনের চরিত্রে কতটা ফুটিয়ে তুলতে পারবেন তা নিয়ে যথেষ্ট চিন্তায় বনি কাপুর। তিনি জানিয়েছেন এটা একটা যথেষ্ট চ্যালেঞ্জিং চরিত্র জাহ্নবীর জন্য। পান থেকে চুন খসলেই দর্শক তাঁকে বাতিল করে দেবেন। খুবই পরিশ্রম করতে হবে জাহ্নবীকে। জাহ্নবীও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দেশে ফিরেই প্রস্তুতি শুরু করবেন তিনি।