টলিউডের ফ্যাব জুটি বলা হয় তাঁদের। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা। জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয়। শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের তোড়জোড়ও শুরু করেছেন জুটিতে। তবে এই মুহুর্তে মালদ্বীপে চুটিয়ে আনন্দ করছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। বলা ভাল, বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে মালদ্বীপ উড়ে গিয়েছেন দু’জন। কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে। এমন সময়ে দু’জনে এও ট্যুর প্ল্যান করেছেন, যখন ঐন্দ্রিলার জন্মদিন কাটাতে পারবেন মালদ্বীপেই। ফলে সেই জন্মদিন যে খুবই স্পেশ্যাল হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মালদ্বীপে বসেই বহু স্ত্রীর জন্মদিন সেলিব্রেট করছেন অঙ্কুশ। বুধবার গভীর রাতেই অঙ্কুশ ঐন্দ্রিলার জন্মদিন উপলক্ষে একটি অন্তঃরঙ্গ ছবি পোস্ট করেন। যেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে, প্রেমিকাকে জাপটে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে, তাও আবার মালদ্বীপের বিচে। ঐন্দ্রিলার জন্মদিনে ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, “HAPPYYYY BIRTHDAYYYYY.. loads and loaadsss of love.. 😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗” ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।