কোভিড ভ্যাকসিন নিলেন অমিতাভ বচ্চন। নিজেই টুইটে সে কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে টুইটে বিগ বি লেখেন, “অবশেষে হয়েছে। আজ বিকেলে করোনার টিকা নিয়েছি”। বিগ-বি আরও জানান, আপাতত তাঁর দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। নিজের ব্লগে টিকাকরণ নিয়ে আরও বিষদে লিখেছেন অমিতাভ। তিনি লেখেন, “অভিষেক ছাড়া পরিবারের বাকি সবাই টিকা নিয়েছে। শুট থেকে ফিরে ও-ও টিকা নেবে।” পাশাপাশি টিকাকরণ প্রক্রিয়াকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, “পুরো প্রক্রিয়াটার বিবরণ দেওয়ার জন্য আরও একটি এক্সক্লুসিভ ব্লগের প্রয়োজন। আমি লিখব কিছু দিন পর।”