করোনা আক্রান্ত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের করোনা রিপোর্টের জন্য এখন অপেক্ষা করছেন অভিনেত্রী। আর তার জন্য বেশ চিন্তিতও তিনি। রূপালী সোশ্যাল ওয়ালে এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ চলছে। করোনা সংক্রান্ত সব স্বাস্থ্যবিধি মেনে চলছেন। কিন্তু বাড়ির সকলের করোনা রিপোর্টের জন্য চিন্তিত অভিনেত্রী। তার জন্য একমাত্র ঈশ্বরের উপর ভরসা রয়েছে তাঁর। এই মুহূর্তে হিন্দি টেলিভিশনে ‘অনুপমা’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর করোনা পজিটিভ আসার পর ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীদের সাবধান করে দেওয়া হয়েছে। প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
https://www.instagram.com/p/CNMn64iBCNE/?utm_source=ig_web_copy_link