করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানান অভিনেত্রী। বাড়িতেই ‘কোয়ারেন্টাইন’-এ আছেন তিনি। তবে উপসর্গ সামান্যই। অভিনেত্রী জানিয়েছেন তিনি ভাল আছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি চলছেন। সমস্ত শুটিং বাতিল করে তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছেন। ভূমি পোস্টে লেখেন, ”আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ অল্পই রয়েছে। আমি এখন ঠিক আছি। আপাতত আইসোলেশনে রয়েছি। চিকিৎসকরা আমায় যে পরামর্শ দিয়েছেন সেইমতোই চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা কোভিড টেস্ট করিয়ে নিন”। পাশাপাশি সকলকে ভিটামিন-C নেওয়ার এবং মন ভালো রাখার পরামর্শ দিয়েছেন ভূমি। অনুরাগীদের উদ্দেশ্যে ভূমি লিখেছেন, ”এই পরিস্থিতিকে হালকাভাবে নেবেন না। মাস্ক পরুন। হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।”
https://www.instagram.com/p/CNRc8BsBe41/?utm_source=ig_embed