ট্রেলার মুক্তির আগেই ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পোস্টার রিলিজ করে গেল। নিজের ইন্সটাগ্রামে ফ্রাস্ট লুক পোস্টারের ছবি শেয়ার করলেন প্রিয়াংকা চোপড়া। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর, টোরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সোনালি বোস পরিচালিত এই হিন্দি সিনেমাটি দেখানো হবে বলে জানা গিয়েছে। প্রিয়াংকা চোপড়া ছাড়াও এই ছবিতে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম ও রোহিত সারাফ। পোস্টারে দেখা যাচ্ছে ফারহান আখতারের পিঠে চেপেছেন উল্লসিত প্রিয়াংকা, অন্যদিকে জায়রা ও রোহিত সামনের দিকে দৌড়াচ্ছেন।