৫২ বছরে দাঁড়িয়েও তিনি অনায়াসে হাড়িয়ে দিতে পারেন কুড়ি বছরের যুবককে। বলিউডে ফিটনেসের আরেক নাম অক্ষয় কুমার। ১৯৬৭ সালের আজকের দিনেই অমৃতসরের ভাটিয়া পরিবারে জন্ম হয় বলিউড খিলাড়ির। জন্মের সময়ে পরিবার নাম দেয় রাজীব হরি ওম ভাটিয়া। কিন্তু ১৯৯১ সালে বলিউডে পা দিয়ে তিনি হয়ে গেলেন অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি ফিটনেস ফ্রিক অক্ষয় কিন্তু তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট। জীবনের কোনও পর্যায়ে তিনি ফিটনেস থেকে এক চুল সরে আসেননি। জন্মদিনের দিনেই এক বিশেষ ঘোষণা করলেন অক্ষয়। খুব শীঘ্রই তাঁকে তাঁর অভিনয় জীবনের প্রথম ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘পৃথ্বীরাজ’-এ অক্ষয় কুমারকে পাওয়া যাবে নাম ভূমিকায়। পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনার আসতে চলেছে অক্ষয়ের পরিবর্তী ছবি ‘পৃথ্বীরাজ’। নিজের ট্যুইটার হ্যান্ডেলে পৃথ্বীরাজ-এর টিজার দেন তিনি। ট্যুইটে তিনি লেখেন, ‘চৌহানের বীরত্ব ও শৌর্যকে মানুষের সামনে নিয়ে আসার এক বিনীত প্রয়াস। ভারতের এমন এক নির্ভিক রাজার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে খুবই মূল্যবান। দেশ হিসেবে আমাদের সব সময়ে উচিত সেই সব মানুষের কথা মানুষের সামনে নিয়ে আসার যাঁরা দেশের জন্যে নিজেদের উত্সর্গ করেছিলেন, ভয়ে পিছিয়ে আসেননি কোনও অবস্থাতেই। ঘোর মহম্মদের সামনে যেভাবে তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন, তা নিঃসন্দেহে তাঁকে দেশের নায়ক করে তোলে। এই ছবির খবর আমার জন্মদিনে সামনে আসায়, এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠল। ’