করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা সতীশ কউল। লুধিয়ানায় নিজের বাড়িতে প্রয়াত হন ৭৩ বছরের এই অভিনেতা। অত্যন্ত জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘মহাভারত’-এ দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সতীশ। পাঞ্জাবি এবং হিন্দি মিলিয়ে প্রায় ৩০০-র উপর ছবিতে অভিনয় করেছিলেন সতীশ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।