করোনা আক্রান্ত হলেন সোনু সুদ। শনিবার নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা। সোনু দুপুর ১টা ২০ নাগাদ হিন্দি এবং ইংরাজিতে দু’টি পোস্ট করেন। নিজেকে ঘরেই আইসোলেশনে রেখেছেন অভিনেতা। তবে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তাঁর অনুগামীদের। একই সঙ্গে জানিয়েছেন, এখন মানুষের পাশে থাকার, সাহায্য করার জন্য আরও বেশি সময় পাবেন। সোশ্যাল মিডিয়ায় সোনু লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি করোনায় আক্রান্ত হয়েছি। ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছি আমি। চিন্তা করবে না এখন হাতে এত সময় যে আপনাদের সমস্যা সমাধান করার জন্য সময়ের অভাব হবে না। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সঙ্গে আছি।’ প্রসঙ্গত, এ মাসের শুরুতেই করোনার টিকা নিয়েছিলেন তিনি। এ মাসেরই শুরুতে ‘সঞ্জীবনী, অ্যা শট অব লাইফ’ নামক এক ক্যাম্পেন চালু করেন সোনু। উদ্দেশ্য মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহ প্রদান করা। তিনি নিজেও টিকা নেন এপ্রিল মাসের সাত তারিখ। কিন্তু দশ দিনের মধ্যে আক্রান্ত হন নিজেও। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি পোস্ট করেন। সেখানে সব মানুষের পাশে দাঁড়াতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন সোনু। এবং বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে ঘরে থাকতে এবং মাস্ক পরতে অনুরোধ করেন পাঞ্জাবের করোনা টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর।