প্রতারণার অভিযোগ উঠল ‘মার্ডার ২’ অভিনেতা প্রশান্ত নারায়ণের বিরুদ্ধে। মুম্বই থেকে অভিযুক্ত প্রশান্ত ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আপাতত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতেই রাখা হবে। কেরল পুলিশের তরফে ইন্সপেক্টর প্রতাপ জানিয়েছেন, অভিনেতা প্রশান্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। মালায়ালাম ছবির প্রযোজক থমাস পানিক্কর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ২০১৭ সালে একটি মালায়ালম ছবিতে অভিনয় করেছিলেন প্রশান্ত। ছবির পর প্রশান্ত ও থমাসের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। অভিযোগ এরপর প্রশান্ত থমাসকে বলেন মুম্বইয়ে তাঁদের একটি কোম্পানি আছে। সেটি দেখভাল করেন তাঁর স্ত্রী ও শ্বশুর। থমাস সেখানে পরিচালক হিসেবে কাজ করতে পারবেন। এরপর থমাস ১.২ কোটি টাকা বিনিয়োগ করেন প্রশান্তের কোম্পানিতে। পরে থমাস জানতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর থমাসের সঙ্গে সাত জনের একটি বিশেষ টিম মুম্বই এসে পৌঁছয়। প্রশান্ত ও তাঁর বাঙালি স্ত্রী সোনাকে ট্রানজিট ওয়ারেন্টে কেরলে নিয়ে আসা হয়।