এবার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। একমাত্র মেয়ে সোহিনী প্রাণপন লড়াই চালিয়ে যাচ্ছেন মায়ের জন্য। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে এসেছেন সাহায্যার্থে। ‘রান্নাঘর’-খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এদিন এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টের মাধ্যমেই তিনি জানিয়েছেন, নন্দিনীদেবী করোনায় আক্রান্ত এবং তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁর একমাত্র কন্যা সোহিনী পাল যথাসাধ্য লড়াই করছেন মা’কে সুস্থ করার। সুদীপা তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, “স্বর্গীয় শ্রী তাপস পালের স্ত্রী নন্দিনী পাল,কোভিডে আক্রান্ত,খুবই সংকটজনক পরিস্থিতি। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তাঁর অসহায় একমাত্র মেয়ে সোহিনী পাল ও আমাদের পরিবারের পাশে সত্যিকারের ‘দিদি’র মতো দাঁড়িয়েছেন কেবলমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ‘ধন্যবাদ’ জানিয়ে তাঁকে ছোট করার ধৃষ্ঠতা আমার নেই।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে তিনি এও লিখেছেন যে, “শুধু এইটুকু বলব, করুনাময় ঈশ্বর তাঁর মঙ্গল করুন। তাঁর সুস্থ এবং দীর্ঘজীবন কামনা করি।” প্রসঙ্গত তাপস পাল বহুদিন তৃণমূলের সাংসদ ছিলেন। ২০১৪-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। সুদীপার এই পোস্টের পর নেটিজেনরা অধিকাংশই নন্দিনীদেবীর সুস্থতা কামনা করেছেন।