শারীরিক অসুস্থতা বাড়ায় আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছে ৯০বছরের শিল্পীকে এসএসকেএম হাসপাতালে। শিল্পীকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান হাসপাতালে। তিনি জানিয়েছেন, উডবার্ন ওয়ার্ডে চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। হৃদরোগের সমস্যার সাথে ধরা পড়েছে কোভিড পজিটিভ। করোনার রিপোর্ট পজিটিভ হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে।