অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা অমোল পালেকরকে। পুনের এক হাসপাতালে রয়েছেন তিনি এখন। খবর সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। বয়সজনিত কারণেই দীর্ঘদিন তিনি ভুগছিলেন। অভিনেতা অমোল পালেকরকে শেষ ‘টু হানড্রেড হল্লা হো’ ওয়েব ছবিতে দেখা গিয়েছিল অভিনয় করতে। তিনি হিন্দি জগতে পা রেখেছিল পরিচালক বসু চট্টোপাধ্যায়ের ছবি ‘রজনীগন্ধা’ থেকে। হিন্দি থেকে শুরু করে মারাঠি, দক্ষিনি ছবিতেও করেছেন অভিনয়। প্রবীণ অভিনেতা অমোল পালেকর শুধু অভিনয় নয় তার সাথে পরিচালনাও করেছিলেন হিন্দি-মারাঠি ও ইংরেজি ভাষার ছবিও।