নতুন বছর শুরু হতে না হতেই ঘোষণা হচ্ছে একের পর এক ছবি মুক্তির দিন। পরিচালক কর্ণ মলহোত্র-এর পরিচালনায় যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘শামশেরা’-এর মুক্তির দিন ঘোষিত হল। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির মুক্তির দিন প্রকাশ করলেন। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই। ছবি ‘শামশেরা’-তে অভিনয় করতে দেখা যাবে রণবীর কপূর, বাণী কাপূর, সঞ্জয় দত্তকে। অভিনেতা রণবীর কাপূরের ছবির প্রথম লুক প্রকাশ হয়েছিল আগেই অবশেষে আজ প্রকাশ পেল ছবির টিজার সহ মুক্তির দিন। এছাড়াও ছবি ‘শামশেরা’-তে রয়েছে সৌরভ শুক্ল, রণিত রায়, আশুতোষ রানা প্রমুখেরাও। ছবিটি শুধু হিন্দিতে নয় পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও পাবে মুক্তি।