সব জল্পনার অবসান ঘটিয়ে আসছে বড়পর্দায় পরিচালক আহমেদ খানের ছবি ‘হিরোপন্থী টু’। মুক্তির দিন ঘোষিত হল ছবি ‘হিরোপন্থী টু’-এর, আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত টাইগার শ্রফ অভিনীত ছবি ‘হিরোপন্থী টু’। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির মুক্তির দিন ঘোষণা করলেন। ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে তারা সুতারিয়াকে।