ইতিমধ্যেই শেষ হল বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর শুটিং, দীর্ঘ তিন বছর ধরে চলা ধারাবাহিক এবার শেষ হতে চলেছে। টেলিভিশনের পর্দায় আর দেখা যাবে না সবার প্রিয় বামদেব ঠাকুরকে। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা শেয়ার করলেন সকলের প্রিয় বামা তথা সব্যসাচী চৌধুরী। তিনি লিখেছেন, ‘আজ মহাপীঠ তারাপীঠের শুটিং শেষ করলাম। অন্যদিন লিখতে বসলেই লেখাটা চিউইং গামের মতন লম্বা হতেই থাকে। আর আজ আমি যাই লিখছি তাতেই ব্যাকস্পেস টিপছি। শব্দভাণ্ডারে যেন ছাতা পড়েছে, নিজেকে বড় অশিক্ষিত বোধ হচ্ছে।মণিকোঠায় মণি থাকে না, কিছু কুড়ানো স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে থাকে মাত্র। আজ যে যেমন পেরেছে কুড়িয়েছে। এই তিন বছর ধরে আমি একটা কালো রঙের ভাঙ্গা কাপে চা খেতাম, আমাদের যিনি চা দিতেন সেই পিন্টুদা আমার ভাঙ্গা কাপটা সযত্নে নিজের বাড়ি নিয়ে গেছেন। সহপরিচালক বিপাশা আমার হাতের রুদ্রাক্ষের মালা নিয়ে গেছে ঠাকুরের সামনে রাখবে বলে। কেউ মায়ের ফুল নিয়ে গেছে আর কেউ বা মন্দিরের প্রদীপ। আমি পেয়েছি আমার এতদিনের সঙ্গী রক্তবস্ত্র এবং ত্রিশূল, সাথে বড়মার এই ছবিটি। আমার বেলুড়ের বাড়ির ছোট্ট ঠাকুর ঘরে আমার পাম্মার জিম্মায় ওরা থাকবে। তাদের যথাযথ মর্যাদা পাম্মার কাছেই পাবে বলে আমার ধারণা। কারণ কাল থেকে আমি শুধুই সব্যসাচী। বিদায় তারাপীঠ’।