গতবছর করোনা অতিমারির সময় যখন দেশ জুড়ে লকডাউনের পরিস্থিতি তখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল মলয়ালম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’, যা ভালোই জনপ্রিয় হয়েছিল। সেই ছবিরই হিন্দি রিমেক তৈরি করবেন প্রযোজক হরমন বাওয়েজা। মলয়ালম ছবিতে নারী চরিত্রটিতে ছিলেন নিমিশা সাজায়ান। ছবিটি প্রধানত নারীকেন্দ্রিক ছবি। হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানিয়া মলহোত্র। হিন্দি রিমেকে পরিচালনার দায়িত্বে রয়েছেন আকৃতি কদভ। অভিনেত্রী সানিয়া মলহোত্রকে এর আগে দেখা গিয়েছে ‘লুডো’, ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’, ‘পগলৈট’ ছবিতে।