নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে বলিউডের অভিনেতা রণদীপ হুডা। নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পরবর্তী ওয়েব সিরিজ ‘ক্যাট’-এর প্রথম লুক পোস্ট করেন। এই নতুন সিরিজটি আসতে চলেছে নেটফ্লিক্সে। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বলবিন্দর সিংহ জাঞ্জুয়া, শুধু পরিচালনা নয় রুপিন্দর চাহাল ও জিমি সিংহের সাথে তিনিও লিখেছেন এই সিরিজটি। সাধারণত ওয়েব সিরিজটি একটি ক্রাইমধর্মী ছবি। সিরিজে অভিনেতা রণদীপ হুডাকে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। নেটফ্লিক্সে শীঘ্রই আসতে চলেছে রণদীপ হুডার অভিনীত ছবি ‘ক্যাট’।
https://www.instagram.com/p/CaRKHIsvxrR/?utm_source=ig_web_copy_link