জন্মদিনে নতুন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দর্শকদের চমক দিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আসতে চলেছে রাজদীপ ঘোষের পরিচালনায় নতুন ছবি ‘কলকাতার হ্যারি’। ছবিতে সোহমের সাথে জুটি বাঁধতে চলেছে প্রিয়াঙ্কা সরকার। অভিনয়ের সাথে সাথে প্রযোজনার দায়িত্বেও রয়েছেন সোহন। সদ্য সোহম অভিনীত ছবি ‘পাকা দেখা’-র শুটিং শেষ করেছেন অভিনেতা। পর পর দুটি ছবি মুক্তির পেতে চলেছে সোহমের। ছবি ‘কলকাতার হ্যারি’ তে সোহম ও প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন অরিন্দম গুহ, লাবনী সরকার এবং ছোট ঐশিকা গুহঠাকুরকেও।