পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে নতুন ছবি ‘মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি’। ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে যশ-নুসরতকে। জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর দেন। এক খুনের গল্পকে কেন্দ্র করেই প্রধানত এই ছবি। ছবিতে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য্য, দেবাশীষ মণ্ডলের মতো অভিনেতাদেরও। এর আগেও বড়পর্দায় জুটি বেধেছিল যশ-নুসরত, কিন্তু পরিচালক শিলাদিত্য মৌলিকের সাথে এই প্রথম কাজ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান।