বদল হল পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবি ‘ফাইটার’-এর মুক্তির দিন। ছবিতে অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। ছবির মুক্তির দিন ঠিক হয়েছিল পরের বছর প্রজাতন্ত্র দিবসের সময়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি টিজার শেয়ার করে ছবির মুক্তির দিন বদলের কথা ঘোষণা করে দিলেন অভিনেতা নিজেই। এছাড়াও, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন। আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ছবি ‘ফাইটার’। ছবিতে দেখা যাবে অনিল কপূরকেও। এর আগেও পরিচালক সিদ্ধার্থ আনন্দের সাথে কয়েকটি ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন।
https://www.instagram.com/tv/Ca7Y-W-lbS7/?utm_source=ig_web_copy_link