টলিউডে থেকে এবার বলিউডে পরিচালনার দায়িত্বে পা রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। আসতে চলেছে তাঁদের পরিচালিত বাংলা ছবি ‘পোস্ত’র হিন্দি রিমেক। এই হিন্দি ছবিতে যীশু সেনগুপ্তের চরিত্রের পরিবর্তে অভিনয় করার কথা ছিল অমিত সাধের। তবে প্রযোজনা সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সেই চরিত্রে অভিনয় করবেন শিব পন্ডিত। ইতিমধ্যেই ছবির শুট চলছে মুম্বাইয়ে। ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তী ও পরেশ রাওয়ালকেও। অভিনেতা শিব পণ্ডিতকে দেখা গিয়েছিল ‘শেরশাহ’ ছবিতে, যেখানে তাঁর কাজ বেশ প্রশংসিত ছিল।