আসতে চলেছে রাজ ও ডিকের পরিচালনায় ও প্রযোজনায় নতুন সিরিজ ‘গুনস অ্যান্ড গুলাবস’। এই প্রথমবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের প্রথম সিরিজ ‘গুনস অ্যান্ড গুলাবস’। প্রকাশ পেল অভিনেতার প্রথম লুক। নিজেই সোশ্যাল মিডিয়ায় সিরিজের প্রথম লুক পোস্ট করে খবরটি দেন। ছবিতে অভিনেতা রাজকুমার রাও ছাড়াও রয়েছেন ডালকর সলমন। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও ভূমি পেডনেকরের ছবি ‘বধাই দো’।