নতুন চরিত্রের গল্প নিয়ে পর্দায় আসছেন পরিচালক জিৎ চক্রবর্তী। তাঁর নতুন ছবি ‘কথামৃত’। প্রথমবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন কৌশিক গাঙ্গুলি এবং অপরাজিতা আঢ্য। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সনাতন ও তাঁর স্ত্রী সুলেখাকে, যার ভূমিকায় থাকবেন কৌশিক গাঙ্গুলি এবং অপরাজিতা আঢ্য। চরিত্রে সনাতনের এক দুর্ঘটনায় সে নিজের বাক্শক্তি হারান এবং ছবিতে বেশির ভাগ সময় ধরেই তিনি কথা না বলার অভিনয় করবেন। ছবিতে এই দম্পতি ও তাঁদের পাড়াকে ঘিরেই তৈরি হয়েছে পারিবারিক ছবি ‘কথামৃত’। এই ছবিতে অন্য ভূমিকায় রয়েছেন বিশ্বনাথ বসু এবং কাঞ্চন মল্লিক। ছবির সঙ্গীত নির্মাণের দায়িত্বে রয়েছেন অমিত-ঈশান, প্রসেন, রণজয় ভট্টাচার্য। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মধুরা পালিত। ছবির শুটিং এখনও শুরু হয়নি, আগামী ২৩ তারিখ থেকে চালু হওয়ার কথা ছবি ‘কথামৃত’র শুটিং।