হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। যদিও পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব্যসাচীর অসুস্থতার খবরে স্বভাবতই বেশ চিন্তিত টলিপাড়া ও তাঁর ভক্তরা। গতকাল রাতে বুকে ব্যথা হওয়ায় আজ, বুধবার সকালে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে স্বামীর হাসপাতালে ভর্তির খবরে শিলমোহর দিয়েছেন স্ত্রী মিঠু। জানা গিয়েছে, হার্টে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পরিবারের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে কোনওরকম বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। তাঁদের বক্তব্য, যা বলবেন, চিকিৎসকেরাই বলবেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। পরবর্তীতে মেডিক্য়াল টিম বসানো হতে পারে আগামী সিদ্ধান্তের জন্য। গত বছর সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সেদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকী জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’