সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে বেড়াতে বেরিয়ে চার পুরুষ চার নারীর সংস্পর্শে এসেছিল। সুমন মৈত্রের ‘আবার অরণ্যের দিনরাত্রি’ ছবিতে উঠে এল চার নারীর গল্প। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে ‘আবার অরণ্যের দিনরাত্রি’। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত। গোটা ছবি জুড়ে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের শোভা, তেমনই রয়েছে বন্ধুত্ব আর সম্পর্কের গল্পও। বন্ধুত্বের ছায়া ছবিজুড়ে। এই ছবি বেড়ানোর গল্প বলে। এক ট্রাভেল ব্লগের গল্প তুলে ধরবেন পরিচালক। ছবিতে তনিমাকে দেখা যাবে এক অন্যরকম লুকে। এটি একটি ‘কমিং অফ এজ’, নারীবাদী ফিল্ম, নারীর ক্ষমতায়নকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যে মেয়েরা অন্বেষণ করতে চায়, ভ্রমণ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বকে দেখতে চায়। ছবির পুরো শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। ট্রেলারের শুরুতে ডুয়ার্সের গভীর অরণ্যের ঝলক ফুটে উঠেছে। সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর তার ফাঁকেই এক চিলতে সূর্যালোক উঁকি দিচ্ছে। উত্তরবঙ্গের মাতাল করা পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে চার রমণীর গল্প। যাঁরা বন্ধুত্ব উদযাপনে পা রেখেছেন পাহাড়ি বনভূমিতে। ছবিতে নন্দিনী তার বন্ধু, এনাক্ষী, শ্বেতা এবং মিঠিকে তাদের ভ্লগ, ‘মুসাফিরানা’র জন্য উত্তরবঙ্গ ডুয়ার্সে নিয়ে যায়। সেখানকার সৌন্দর্য, সুস্বাদু খাবারে মজে ওঠেন তাঁরা। খানিক আবেগ ফুটে উঠেছে ট্রেলারে মধ্যে। যে তিন নারীর কথা এখানে বলা হয়েছে, তারা তিন জনেই ভ্লগার। এরপরই গল্পের মোড় নেয় অন্য। আগামী ৫ এপ্রিল ২০২৪-এ মুক্তি পাবে ‘আবার অরণ্যের দিনরাত্রি’।