থ্রিলার ছবি তৈরিতে সিদ্ধহস্ত পরিচালক অরিন্দম শীল। তিনি জানিয়েছিলেন বলিউডের অভিনেত্রী সায়নী গুপ্তকে নিয়ে তিনি একটি থ্রিলার বানাবেন। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মিমি চক্রবর্তী। ছবির নামও ঠিক হয়ে গিয়েছিল ‘খেলা যখন’। সেই সিনেমা প্রযোজনা করার কথা ছিল এসভিএফের। কিন্তু পরবর্তীতে প্রযোজকের সঙ্গে মনোমালিন্যের জেরে পিছিয়ে আসেন পরিচালক। এসভিএফ জানিয়েছিল তাঁরা ছবিটি করতে ইচ্ছুক নয়। শুনে একটু মন খারাপই হয়েছিল মিমি চক্রবর্তীর। তবে অরিন্দম বলেছিলেন তিনি এই থ্রিলার তিনি বানাবেন এবং মিমিকে সঙ্গে নিয়েই বানাবেন। শেষপর্যন্ত ছবিটি হচ্ছে। তবে বদলেছে অনেক কিছু। সায়নী গুপ্ত, মিমি ছাড়াও থাকছেন তনুশ্রী চক্রবর্তী। এই ছবিতে মিমির স্বামীর চরিত্রে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। তার বদলে এসেছেন অনির্বাণ ভট্টাচার্য। এই খবরে খুশি মিমিও। প্রযোজনা সংস্থার বদলে তাঁর কোনও আপত্তি নেই। শুরু করে দিয়েছেন ওয়ার্কশপও। জানুয়ারি থেকেই শুরু এই ছবির শ্যুটিং। এই পুজোয় মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত মিতিন মাসি। ছবি মুক্তির আগে থেকেই দর্শকমহলের দাবি ওঠে প্রতি বছরে পুজোতে মিতিন মাসিকে চাই। অবশেষে পরিচালক জানিয়েছেন পরের বছর পুজোতেও মিতিন থাকছেন। শ্যুটিং শুরু শীঘ্রই।