উত্তরপ্রদেশ রাজস্থানের পর এবার রাজধানীতেও করমুক্ত ‘সাঁন্ড কি আঁখ’। উত্তরপ্রদেশে ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে যোগী সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্য তাপসী ও ভূমির এই ছবিকে করমুক্ত করলেন। ছবিটিকে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (SGST) মুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ট্যুইটারে এই ঘোষণা করে লেখেন, “এই ছবির বার্তা সমাজের প্রতিটা বয়স, জেন্ডার ও স্তরের মানুষের কাছে ছড়িয়ে যাওয়া উচিত। সামাজিক ও সাংস্কৃতিক বাধা পেরিয়ে স্বপ্ন দেখার ক্ষমতা ও সেই স্বপ্ন অর্জন করার ক্ষমতা এই ছবি দেখে শেখা উচিত।” এই ছবির বার্তা যেন প্রত্যেক বয়স, লিঙ্গ এবং সামাজিক স্তরে পৌঁছে যায়। স্বপ্ন দেখার মধ্যে যে শক্তি লুকিয়ে থাকে, এবং সেই শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার মনের জোর সব সামাজিক ব্যবধানকে পেরিয়ে যায়। প্রসঙ্গত, এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়েও হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিওয়ালই নয়, তাঁর পরিবার ও শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াও হাজির ছিলেন স্পেশাল স্ক্রিনিংয়ে। সেই জন্যে তাঁকে ধন্যবাদও জানিয়েছিলেন ভূমি পেদনেকর। ট্যাক্স ফ্রি হওয়ার খবর জেনে কেজরিওয়ালকে ধন্যবাদ জানান তাপসীও। প্রথম দিনেই প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
Delhi govt. gives tax-free status to the @taapsee & @bhumipednekar starrer#SaandKiAankh in Delhi.
The message of the movie should reach to people of every age, gender & background―The power of a dream, & the power derived from it to achieve it, despite any socio-cultural blocks
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 25, 2019
#MeriDilli 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Thank you @ArvindKejriwal and @msisodia for this much needed encouragement 🙏🏼#SaandKiAankh goes tax free YET AGAIN ! pic.twitter.com/BL9tTZQ8sP— taapsee pannu (@taapsee) October 25, 2019
Thank you @ArvindKejriwal sir! Your gesture will help spreading the message of #SaandKiAankh even further! This is truly special and makes our Diwali incredibly memorable. We can’t thank you enough! @taapsee @tushar1307 @nidhiparmar @RelianceEnt https://t.co/ggDPBXvaNc
— bhumi pednekar (@bhumipednekar) October 25, 2019