বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ আর্থিক তছরুপ ও মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে যোগসাজশ সংক্রান্ত অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ ২০১৩ সালে লন্ডনে মৃত্যু হয় মির্চির ৷ তাঁর পরিবারের অন্য সদস্যদের নামেও আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে ৷ সেই সূত্রে মুম্বইয়ে একটি রিয়েল এস্টেট সংস্থার নথি খতিয়ে দেখতে গিয়ে রাজ কুন্দ্রার সঙ্গে যোগসূত্রের সন্ধান পায় ইডি ৷ নাম জড়ায় অভিনেত্রীরও ৷ নিজেদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তারকা দম্পতি ৷ ৪ নভেম্বর তদন্তকারী অফিসাররা ডেকে পাঠিয়েছেন কুন্দ্রাকে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে ওইদিনই ৷আর্থিক তছরুপ প্রতিরোধী আইনে (PMLA) তদন্ত শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুন্দ্রার সঙ্গে রজনীত বিন্দ্রা ও বাস্টিয়াল হসপিটালিটি নামে একটি সংস্থার লেনদেনের বিষয়টি মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে ৷ লেনদেন সম্পর্কে বিশদে তথ্য জানতেই ডাকা হচ্ছে রাজকে ৷ এর আগে বিন্দ্রাকে গ্রেপ্তার করেছিল ইডি ৷