দুই বাংলা দর্শকদের জন্য নববর্ষের উপহার নিয়ে হাজির হয়েছে হইচই। ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয়েছে ১৪ টি নতুন ওয়েব সিরিজ। এর মধ্যে থাকছে ৫ টি নতুন সিরিজ। ৪ টি পুরনো সিরিজের দ্বিতীয় সিজন। তার সঙ্গে থাকছে বাংলাদেশের ৫ টি নতুন শো। হইচইতে যে নতুন ৫টি সিরিজ আসছে সেগুলো হল অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। এই সিরিজটির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সাহিত্যধর্মী গল্প হিসাবে হইচই-তে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ ৷ অদিতি রায় পরিচালিত এই সিরিজে দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহরায়কে ৷ আসছে দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’ ৷ মুখ্য চরিত্রে শোলাঙ্কি রায় ৷ তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। অভিনেত্রীর নতুন সিরিজ সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘বিজয়া’ ৷ এতে আরও দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায় এবং দেবদত্তা রাহাকে। এর সঙ্গে রয়েছে ‘গুটিপোকা’। পাওলি দাম এবং সৌরভ চক্রবর্তী থাকবেন সৌভিক কুণ্ডু পরিচালিত এই সিরিজে। যেসব সিরিজের দ্বিতীয় পর্ব আসছে; তার মধ্যে রয়েছে- অয়ন চক্রবর্তী পরিচালিত ‘নিখোঁজ ২’, অদিতি রায়ের ‘নষ্টনীড় ২’, সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’ এবং সাহানা দত্তের ‘গভীর জলের মাছ ২’। ওপার বাংলার পাঁচটি সিরিজে থাকছে অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে পরীমণিকে ৷ শিয়াব শাহিন পরিতচালিত ‘গোলাম মামুন’ সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে ৷ এছাড়া তালিকায় রয়েছে জয়া আহসানের ‘জিম্মি’, মোশারফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, মেহজাবীন চৌধুরীর ‘মিথ্যেবাদী’ ৷