জুলাইতেই শহরে আসছেন নতুন গোয়েন্দা ৷ তিনি অরণ্য চট্টোপাধ্যায়। সাংবাদিক তথা পরিচালক দুলাল দে’র প্রথম ছবি ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ আসছে জুলাইতে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। তাঁর নামই অরণ্য চট্টোপাধ্যায়। অরণ্য একদিকে ডাক্তারির ছাত্র, অন্যদিকে সে ভালো ক্রিকেট খেলে ৷ পেশাদার গোয়েন্দা নয়। কিন্তু রহস্য খুঁজতে ভালোবাসেন তিনি। ঘটনাচক্রে একটি রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে সে। ছবিতে ক্রিকেট খেলা একটা বড় ভূমিকা নিয়েছে। এই খেলা রহস্যের জট খুলতে তাকে কীভাবে সাহায্য করে সেটাও স্পষ্ট দেখানো হবে ছবিতে। গল্পের দিকে তাকালে দেখা যায়, রহস্য অনুসন্ধানের কাহিনি লেখেন অরণ্য চট্টোপাধ্যায়ের জামাইবাবু সুদর্শন হালদার ৷ এই সুদর্শনের চরিত্রে শিলাজিৎ৷ সুদর্শন হালদার একজন সিআইডি ইন্সপেক্টর ৷ রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে গল্প ৷ এক চিকিৎসকের মৃত্যু হয় সেখানে ৷ অরণ্য সেখানে গিয়ে জড়িয়ে পড়েন খুনের রহস্যের সঙ্গে ৷ মৃত্যুর আগে চিকিৎসক কিছু প্রবাদ লিখে রাখেন ৷ সেগুলির মাধ্যমেই রহস্যের সমাধান করেন অরণ্য চট্টোপাধ্যায় ৷ সেই থেকেই নাকি ছবির নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ৷ একজন নার্সের চরিত্রে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলাকে ৷ এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, রেডিয়ো জকি সায়ন ঘোষ । অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রাজনৈতিক দুনিয়ার পরিচিত মুখ অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। ক্যামেরার দায়িত্ব সামলেছেন প্রতীপ মুখোপাধ্যায় ৷ সঙ্গীত পরিচালনা করেছেন শুভদীপ গুহ।